পোস্টগুলি
ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শ্যামল মরণ মেয়েটা, চুরি করলো অামার মনটা। বুঝিনা তার প্রেমের ধরনটা, মনে পড়ে তার কথা প্রতিটি ঘন্টা। সে যে থাকে অামায় ভুলে দূর বহুদূরে, স্বপ্নে এসে করে জ্বালাতন ঘুমের ঘরে। পাইনি দেখা সত্যি অাজও তার, তারে দেখার জন্যই হৃদয় করে হাহাকার। কবে পাবো শ্যামল বরণ মেয়েটার দেখা? কাটেনা প্রহর গুনেগুনে প্রাণে লাগে ব্যথা। কতোনা স্বপন তারে নিয়ে দেখি, হৃদয় মন্দিরে শুধু তার ছবিই অাঁকি। একটি পলক যদি তারে দেখিতে পাইতাম, ভালোবাসি এই কথাটাই চোখে চোখে বলতাম।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভালোবাসা এমন অদ্ভুদ নাম যা কিনা প্রিয় মানুষটার সামনে গিয়ে বলাটা অনেক কঠিন,তাই এক্ষেএে প্রিয় মানুষ চোখ দেখে না বুজলে সীমাহীন কষ্ট অনুভব হওয়াটা কি অস্বাভাবিক কিছু, প্রিয় যে-ই মানুষ টা চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেনা, তাকে তুমি কতটা ভালোবাসো! কতটা অনুভব করো সে না বুঝলে ভালোবাসা ব্যর্থ যে মানুষ তোমার আচরণে ভিন্ন কোন অনুভূতি অনুভব করেনা। আলাদা ভাবে না যার চোখে তুমি নিতান্তই একজন সাধারণ মানুষ, অন্য সবার মতো,নতুন কিছুই পায় না যাকে তুমি তোমার চোখে ভাষা বুঝাতে চাও কিন্তু তার চোখে ভিন্নতার কোন লেশমাত্রও নেই। যাকে ভালোবাসা বুঝানোর জন্য সেটা মুখের ভাষায় স্পষ্ট প্রকাশ করে বলতে হয়। কিন্তু ভালোবাসায় এসবের কোন স্থান নেই, এটা শুধুই একটা ফর্মালিটি, জীবন কোন ফর্মালিটি মেইনটেইন করে চলেনা। সেটা একান্ত ব্যাক্তিগত। চোখের দিকে তাকিয়েই বুঝতে হবে সে কি চায়? সে এখন কি বলছে! আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ............