শ্যামল মরণ মেয়েটা,
চুরি করলো অামার মনটা।
বুঝিনা তার প্রেমের ধরনটা,
মনে পড়ে তার কথা প্রতিটি ঘন্টা।
সে যে থাকে অামায় ভুলে দূর বহুদূরে,
স্বপ্নে এসে করে জ্বালাতন ঘুমের ঘরে।
পাইনি দেখা সত্যি অাজও তার,
তারে দেখার জন্যই হৃদয় করে হাহাকার।
কবে পাবো শ্যামল বরণ মেয়েটার দেখা?
কাটেনা প্রহর গুনেগুনে প্রাণে লাগে ব্যথা।
কতোনা স্বপন তারে নিয়ে দেখি,
হৃদয় মন্দিরে শুধু তার ছবিই অাঁকি।
একটি পলক যদি তারে দেখিতে পাইতাম,
ভালোবাসি এই কথাটাই চোখে চোখে বলতাম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন