ভালোবাসা এমন অদ্ভুদ নাম যা কিনা প্রিয় মানুষটার সামনে গিয়ে বলাটা অনেক কঠিন,তাই এক্ষেএে প্রিয় মানুষ চোখ দেখে না বুজলে সীমাহীন কষ্ট অনুভব হওয়াটা কি অস্বাভাবিক কিছু,

প্রিয় যে-ই মানুষ টা চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেনা, তাকে তুমি কতটা ভালোবাসো! 

কতটা অনুভব করো সে না বুঝলে ভালোবাসা ব্যর্থ

যে মানুষ তোমার আচরণে ভিন্ন কোন অনুভূতি অনুভব করেনা। আলাদা ভাবে না

যার চোখে তুমি নিতান্তই একজন সাধারণ মানুষ,

অন্য সবার মতো,নতুন কিছুই পায় না

যাকে তুমি তোমার চোখে ভাষা বুঝাতে চাও কিন্তু তার চোখে ভিন্নতার কোন লেশমাত্রও নেই।  

যাকে ভালোবাসা বুঝানোর জন্য সেটা মুখের ভাষায় স্পষ্ট প্রকাশ করে বলতে হয়। 

কিন্তু ভালোবাসায় এসবের কোন স্থান নেই,

এটা শুধুই একটা ফর্মালিটি, 

জীবন কোন ফর্মালিটি মেইনটেইন করে চলেনা। 

সেটা একান্ত ব্যাক্তিগত। 

চোখের দিকে তাকিয়েই বুঝতে হবে সে কি চায়?

সে এখন কি বলছে! 

আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ............

মন্তব্যসমূহ