পোস্টগুলি
বাস্তব কথা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নিজের খুশির জন্য লাইফে কোন অন্যায় সিদ্ধান্ত নিবেন না। যে সিদ্ধান্তের জন্য নষ্ট হতে পারে অন্য কারো জীবন। পরবর্তী সময় খুব সহজে ক্ষমা চেয়ে , সহজেই হয়তো ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন! যার লাইফ টা নষ্ট হলো তার কি হবে? ফিরিয়ে দিতে পারবেন কি তার জীবন থেকে যা কিছু হাড়িয়েছে।তার জীবনটা কি দাড় করাতে পারবেন সেই আগের স্থানে?!!
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শ্যামল মরণ মেয়েটা, চুরি করলো অামার মনটা। বুঝিনা তার প্রেমের ধরনটা, মনে পড়ে তার কথা প্রতিটি ঘন্টা। সে যে থাকে অামায় ভুলে দূর বহুদূরে, স্বপ্নে এসে করে জ্বালাতন ঘুমের ঘরে। পাইনি দেখা সত্যি অাজও তার, তারে দেখার জন্যই হৃদয় করে হাহাকার। কবে পাবো শ্যামল বরণ মেয়েটার দেখা? কাটেনা প্রহর গুনেগুনে প্রাণে লাগে ব্যথা। কতোনা স্বপন তারে নিয়ে দেখি, হৃদয় মন্দিরে শুধু তার ছবিই অাঁকি। একটি পলক যদি তারে দেখিতে পাইতাম, ভালোবাসি এই কথাটাই চোখে চোখে বলতাম।