পাশের বাসার ভাবী বিকালে আমাকে জিজ্ঞেস করল,


 পাশের বাসার ভাবী বিকালে আমাকে জিজ্ঞেস করল,

.

"ভাই ফেসবুক একাউন্ট খুলতে কি কি লাগে?"

.

.

আমি বললাম,"ভোটার আইডি কার্ডের ফটো কপি,

দুই কপি ছবি, কাউন্সিলার

সনদ পত্র, চারিত্রিক সনদ পত্র, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আর ৫০০ টাকা!!"

.

.

.

ভাবী বললো,"ঠিক আছে আমি তোমাকে আগামীকাল সব দেবো।"

.

.

.

.

.

কিন্তু একটু আগেই দেখি ভাবী

৫০০ টাকা আর সব ডকুমেন্টস নিয়ে হাজির। আমিও চান্সে দিলাম টাকা টা মাইরা,

বিনিময়ে দিলাম একটা ফেসবুক আইডি খুইল্যা। এরপর তো মহাখুশি আমি।

.

.

.

.

.

৫০০ টাকা নিয়া নিচে গেলাম প্রান জিরাপানি খাইতে।

দোকানদার তো টাকা দেখে বেহুশ।

দোকানদার বললো,

"মামা টাকা কে দিছে। টাকা তো জাল"

"

.

.

.আমি হতাশ মুখে বললাম,"

এক ভাবী দিছে ভালমন্দ খাওয়ার জন্যে।"

দোকানদার বললো,"ভাবীর দেশের বাড়ি কই মামা?"

.

.

.

আমি তব্দা খায়া আস্তে করে

ফিসফিসিয়ে বললাম,

"আমাদের বাংলাদেশেই

.

.

.

এরপর দিলাম ভাবী রে কল,

বললাম, "এইডা কি টাকা

দিছেন?? টাকা তো ভুয়া।"

.

.

.

ভাবী কইলো," আমারে কি বলদ পাইছোস, ফেসবকু খুলতে টাকা লাগে 

বাংলা দেশের মাইয়া 😀😆 - 😁 😜😜😜



মন্তব্যসমূহ